মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে ঝাড়গ্রামের সোমতীর্থ করণ!

নিজস্ব সংবাদদাতা : ২ মে শুক্রবার মাধ্যমিক ২০২৫- এর ফলাফল প্রকাশ করেছে। মাধ্যমিকে প্রথম দশের মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে ঝাড়গ্রামের সোমতীর্থ করণ। রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন আনন্দে উচ্ছ্বসিত ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামের এক পরিবার। কলকাতার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সোমতীর্থ করণ এবার রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯১। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার যোকুয়া গ্রামে হলেও ছেলেবেলা থেকেই সে থাকছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে। সোমতীর্থ করণ বলেন তাদের নির্দিষ্ট পথ ও শৃঙ্খলার মধ্যে থেকেই আমি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি চিরকৃতজ্ঞ। পরিবার ও গ্রামবাসীদের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে সোমতীর্থের এই সাফল্য। জঙ্গলমহলের এই প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক ছাত্রের এমন সাফল্য নিঃসন্দেহে বহু ছাত্রের অনুপ্রেরণা হয়ে থাকবে।