ঝাড়গ্রামে পকসো মামলায় অভিযুক্তের ২২ বছরের কারাদণ্ড !

নিজস্ব সংবাদদাতা :  ২০২৩ সালে ঝাড়গ্রাম জেলার জাম্বনীতে এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করেন জাম্বনীর কদমডিহার বাসিন্দা রাসবিহারী সুই। নিজের বাড়ির পেছনে বাঁশ বাগানে খেলার সময় জোর করে নাবালিকাকে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক নির্যাতন করেন রাসবিহারী ।সে মেয়েটিকে হুমকি দিয়ে বলেছিল যে, যদি সে বাড়িতে কাউকে কিছু জানায়, তবে তাকে শিশু পাচারকারীদের হাতে তুলে দেওয়া হবে।

সেই রাতে নাবালিকা মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানালে, তারা পরের দিন অর্থাৎ ২১শে ডিসেম্বর, ২০২৩ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপর জাম্বনি থানার পুলিশ রাসবিহারীকে গ্রেপ্তার করে। তাকে সেদিনই আদালতে হাজির করা হয় এবং প্রাথমিকভাবে পুলিশি হেফাজতে পাঠানো হয়, পরে তাকে জেলে পাঠানো হয়। পুলিশ মামলাটির তদন্ত করে ১১ই জুন, ২০২৪ তারিখে অভিযোগপত্র দাখিল করে। এরপর যুক্তিতর্ক চলে এবং ১৭ই ডিসেম্বর, ২০২৫ তারিখে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং মাননীয় বিচারপতি অরবিন্দ মিশ্র এই রায় ঘোষণা করেন।