সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যে ডাকাতির ঘটনায় জড়িত ৩ অপরাধীকে আটক করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার!
ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : ৩০শে জুন সোমবার আনুমানিক ২০:৩০ মিনিটে, চাকুলিয়া থানার (ঝাড়খণ্ড) অফিসার-ইন-চার্জের কাছ থেকে তাদের আওতাধীন একটি গয়নার দোকানে ডাকাতির খবর আসে। তথ্য অনুসারে, মোটরসাইকেলে আসা তিনজন সশস্ত্র দুষ্কৃতী বন্দুকের মুখে দোকানটি লুট করে একই গাড়িতে করে পালিয়ে যায়। চাকুলিয়া থানা (ঝাড়খণ্ড রাজ্য) জাম্বনি থানার (ঝাড়গ্রাম জেলা) সাথে আন্তঃরাজ্য সীমান্ত ভাগ করে নেওয়ার কারণে, জাম্বনি থানার অফিসার-ইন-চার্জ শ্রী অভিজিৎ বসু মল্লিক, আরটি অফিসার এএসআই অসীম মণ্ডলের সাথে তৎক্ষণাৎ আমাদের আওতাধীন এলাকায় নজরদারি শুরু করেন।
আনুমানিক ২০:৫০ মিনিটে, জাম্বনি থানার এএসআই অসীম মণ্ডল এবং নজরদারি দল ঝাড়খণ্ডের দিক থেকে আসা তিন আরোহী সহ একটি মোটরসাইকেলকে আটক করে। ধৃত ব্যক্তিদের নাম নিরঞ্জন গৌর (৪২ বছর), ঝাড়খণ্ডের জুগসালাই থানার বাগবেড়ার বাসিন্দা ও মোঃ রফিক (৪৮ বছর), ঔরঙ্গাবাদ, বিহারের রফিকগঞ্জ থানার আওতাধীন। তাদের জিজ্ঞাসাবাদ করতেই, সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং প্রায় ১ কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে তাদের নাগাল পাওয়া যায়। তিনজন দুষ্কৃতীর মধ্যে দুজনকে আটক করা সম্ভব হয়। উদ্ধারকৃত সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। তল্লাশি চালিয়ে দোকান থেকে লুট হওয়া আসল সোনার গয়না সহ পুরো লুটের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।