ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন আকাঙ্খা ভাস্কর!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন ঝাড়গ্রামের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্খা ভাস্কর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি সংশোধন প্রক্রিয়ায় জেলায় মোট ৫২ হাজার ৭৮৬ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ভোটারের সংখ্যা ৯ লক্ষ ২ হাজার ১৪ জন। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে ২৫ হাজার ৮২৫ জন মৃত, ৪ হাজার ৩২৮ জন নিখোঁজ, ২১ হাজার ৩৪৭ জন স্থানান্তরিত, ১ হাজার ১৪৮ জন অন্যত্র ভোটার তালিকাভুক্ত এবং অন্যান্য কারণে ১৩৮ জনের নাম বাতিল করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক আকাঙ্খা ভাস্কর জানান, ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে মোট ১৫ হাজার ১৪৯ জনকে শুনানির জন্য ডাকা হবে। তাঁর কথায়, সাধারণ মানুষকে যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেই কারণেই প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুনানির আয়োজন করা হবে। স্থানীয় ও পরিচিত এলাকাতেই শুনানি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।