দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় হল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে!

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঝাড়গ্রামের বালিভাসাতে যুদ্ধ বিমান নামার জন্য তৈরি হয়েছিল রানওয়ে। সেই সময় বিভিন্ন যুদ্ধ বিমান ওজন কমানোর জন্য এই এলাকায় বোমা নামিয়ে যেত। এয়ারফোর্স আধিকারীকদের অনুমান এটা সেরকমই কোনও বোমা হতে পারে। গত কয়েক দিন ধরে চুড়ান্ত প্রস্তুতি চালিয়ে উদ্ধার হওয়া ওই বোমার সেল শুক্রবার দুপুরে সুবর্ণরেখার নদীর চরে নষ্ট করা হয়। প্রায় এক নাগাড়ে ১২-১৪ মিনিট ধরে বিস্ফোরণ হয়।শেষমেষ এক সপ্তাহের মাথায় চুড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করা হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত বোমা। শুক্রবার ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম্ব স্কোয়াড এর উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে ফাটানো হয় বোমাটি।ভুলনপুরে গ্রামে নদী তীরবর্তী একটি বড় আকারের এলাকা বালির বস্তা দিয়ে ঘিরে বোমাটি বিষ্ফোরণ ঘটানো হয়।এদিন বোম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সারফারাজ ,গোপী বল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়,সাব ইন্সপেক্টর সন্দিপ সিংহ,গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা।বোমাটি ফাটানোর সময় বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। উল্লেখ্য, গত শনিবার সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় এই বিশালাকার একটি ধাতব বস্তু।পরে জানা যায় এটি প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ।সেই দিন থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল।পরে প্রশাসনের তরফে থেকে চুড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে সেই শুক্রবার বোমাটি নষ্ট করা হয়।

0:00
/0:39