ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল লবি হাঁসদা এক তরতাজা যুবকের!

নিজস্ব সংবাদদাতা :  ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড়ের তিলাবনিতে।ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল লবি হাঁসদা নামে ২৫ বছরের এক তরতাজা যুবকের।শুক্রবার বিকেলে স্থানীয় মাঠে খেলতে নেমে হঠাৎই লুটিয়ে পড়ে যায় লবি। প্রত্যক্ষদর্শী বন্ধুরা জানান, মাঠে পড়ে যাওয়ার পর আর উঠছিল না সে। তড়িঘড়ি তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।পরিবার সূত্রে জানা যায়, লবি কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিল। চিকিৎসকেরা তাকে খেলাধুলা থেকে বিরত থাকতে বলেছিলেন। সেই নিষেধ অমান্য করেই এদিন মাঠে নামে সে। খেলতে খেলতেই শেষ হয়ে গেল এক তরতাজা যুবকের জীবন।ঘটনায় শোকের ছায়া নেমেছে তিলাবনি ও আশপাশের এলাকায়। পরিবার-পরিজন থেকে শুরু করে প্রতিবেশী— সকলেই ভেঙে পড়েছেন লবির আকস্মিক মৃত্যুর খবরে।