ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করলো পুলিশ!
নিজস্ব সংবাদদাতা : বুধবার ১৭ই ডিসেম্বর ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চাঁদপাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করলো সাঁকরাইল থানার পুলিশ। লিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রায় ২০ লিটার চোলাই মদ এবং প্রায় ৩,০০০ লিটার ফারমেন্টেড ওয়াশ নষ্ট করা হয়েছে। পাশাপাশি চোলাই মদ তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন উপকরণ বাজেয়াপ্ত করে সেগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে। এছাড়াও চোলাই মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সমস্ত অবৈধ সামগ্রী ঘটনাস্থলেই ফেলে নষ্ট করে দেয় পুলিশ।