সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পুলিশের উদ্যোগে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান!
ঝাড়গ্রাম : জনসংযোগ বাড়াতে এগিয়ে এলো জামবনী থানার পুলিশ।ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশে জনসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিল জামবনী থানার পুলিশ। মঙ্গলবার পুলিশের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সচেতনতা বাড়াতে জনসংযোগ কর্মসূচির পাশাপাশি এলাকার মানুষজনকে নিয়ে বাল্যবিবাহ রোধ, ডাইনি প্রথা, সেভ ড্রাইভ সেভ লাইফ, জঙ্গলে আগুন লাগানোর ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয়। এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশের নির্দেশে জামবনী থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে জামবনী থানার লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা পলাশবনী গ্ৰামে পুলিশের সহায় প্রকল্পের মাধ্যমে রথযাত্রা উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ ও শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামবনী থানার আই.সি অভিজিৎ বসু মল্লিক সহ অন্যান্য পুলিশ আধিকারীকরা।
ওই অনুষ্ঠানে এলাকার দরিদ্র গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র হিসেবে শাড়ি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে এলাকার বাসিন্দাদের হাতে গামছা ও ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। দরিদ্র গ্রামবাসীদের হাতে শাড়ি ও গামছা তুলে দেওয়ার পর জামবনী থানার আই.সি অভিজিৎ বসু মল্লিক বলেন, ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের মাধ্যমে জামবনী থানায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি আয়োজন করা হয়। তাই মঙ্গলবার রথ যাত্রার আগে এলাকার দরিদ্র গ্রামবাসীদের হাতে শাড়ি ও গামছা তুলে দেওয়া হয় এবং ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। গ্রামের ৫০ জন মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও ৫০ জন পুরুষের হাতে গামছা তুলে দেওয়ার পাশাপাশি ৭০ জন ছাত্র ছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আগামী দিনে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান। তাই পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার সর্বস্তরের মানুষজন।