রক্তদানের শিবির মাধ্যমে কবি প্রণাম অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার কুলটিকরিতে!
ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : বিগত কয়েক বছরে মতো এবারেও গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি বিবেকানন্দ সোশ্যাল এন্ড রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এই সংগঠনের উদ্যোগে এবং গোপীবল্লভপুর ব্লাড সেন্টারের সহযোগিতায় শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর পূণ্যদিনে কুলটিকরি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবির শুরুর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই শিবিরে ২ জন মহিলা সহ মোট ৩৪ জন রক্তদাতা রক্তদান করেন।রক্ত সংগ্রহ করেন গোপীবল্লভপুর হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কাপগাড়ি সেবাডারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক ড.প্রণব কুমার সাহু, এলাকার বিশিষ্ট সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র, কমল কান্ত রাউৎ, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু , রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন তপন দে, সুমন মণ্ডল, সুখেন দাস, শুভাশীষ কুণ্ডু প্রমুখ। সবুজায়নের বার্তা দিতে প্রত্যেক রক্তদাতাদের উপহার হিসেবে চারাগাছ প্রদান করা হয়।