ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে বহুচর্চিত বাকড়া জমি জালিয়াতি মামলায় ফের গ্রেপ্তার,ধৃতের সংখ্যা বেড়ে ৯!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় বহু আলোচিত জমি জালিয়াতি কাণ্ডে আবারও গ্রেপ্তার হল এক অভিযুক্ত। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে সাঁকরাইল থানার পুলিশ খড়্গপুরের পালঝাহরি এলাকা থেকে সমীর মাহাতোকে আটক করে।

তার বাড়ি মানিকপাড়া ফাঁড়ির ছোট চুঁয়াশুলি গ্রামে। বুধবার অভিযুক্তকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়। এদিন ঝাড়গ্রাম আদালতে পেশ করলে মহামান্য বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, জমি জালিয়াতি চক্রের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে ভুয়ো কাগজপত্র তৈরি ও সেই ভিত্তিতে জমি রেজিস্ট্রির কাজে সক্রিয় ভূমিকা নিয়েছিল সমীর। এর আগে একই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন গ্রেপ্তারের ফলে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল ৯।অভিযোগ, বাকড়া এলাকার প্রায় ১২৫টি পরিবারের প্রায় ৪০০ একর জমি জাল নথির মাধ্যমে অন্যের নামে রেজিস্ট্রি করা হয়েছিল। পরপর গ্রেপ্তারি ঘটতে থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।