কম দামে সেরা ফোন আনছে জিও!
নিজস্ব সংবাদদাতা : এই মুহূর্তে দেশজুড়ে 5G পরিকাঠামো গড়ে তুলতে ব্যস্ত জিও। সেই সঙ্গে 2G ফোন ব্যবহারকারীদের হাতে 4G ফোন তুলে দেওয়ারও লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। টেক সংবাদ মাধ্যম সূত্রে খবর, BIS ওয়েবসাইটে ফোনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। যার অর্থ খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে জিও ভারত বি2।এই ফোনের সুবিধাগুলির মধ্যে অন্যতম প্রি-ইনস্টল UPI পেমেন্ট ফিচার। সঙ্গে থাকবে 4G কানেক্টিভিটি। গত বছরই বার্ষিক সাধারণ সভায় আকাশ আম্বানি জানিয়েছিলেন, ভারতে এখনও প্রচুর মানুষ 2G ফোন ব্যবহার করেন। তাদের হাতে 4G ফোন তুলে দিতে চায় জিও। কম দামে 4G ফোন ব্যবহার করার সুযোগ এনে দেবে রিলায়েন্স জিও।এটি কিপ্যাড ফোন হিসাবে বাজারে আসতে চলেছে। ডিজাইন অনেকটা জিও ভারত বি1 ফোনের মতোই থাকতে পারে। তবে এতে গুচ্ছের ফিচার্স পাওয়া যাবে। 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে মিলবে। থাকবে 50MB ব়্যাম, ন্যানো সিম কার্ড, ব্লুটুথ, 4G কানেক্টিভিটি, ওয়াইফাই এবং USB চার্জিং।