নির্বাচনের শেষবেলায় জমজমাট প্রচার মিছিল আয়োজন করলো ১১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আর মাত্র ২ দিন বাকি,আগামী ২৫ শে মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন।তাই প্রত্যেক রাজনৈতিক দলই কোমর বেঁধে বিগত কয়েকদিন ধরে প্রচারে নেমেছিল।অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পিছিয়ে নেই শাসকদল তৃণমূল কংগ্রেসও। কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে।সেকারণে গতকাল রাত্রেই ওয়ার্ডবাসীকে চমক দিয়েছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই,ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী,যুব সভাপতি সেক আজহার উদ্দিন রা।গতকাল রাত্রে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে রোড শো করে গেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা চন্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী।উনার সঙ্গে উপস্থিত ছিলেন স্বয়ং জুন মালিয়াও।সোহমকে সামনে থেকে দেখে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন ওয়ার্ডবাসীরা,চলে সেলফি তোলার আবদার।আর তার পরদিনই আজ বিকালে নির্বাচনী প্রচারের একেবারে শেষবেলায় প্রায় চার শতাধিক ওয়ার্ডবাসীকে নিয়ে এক সুসজ্জিত শোভাযাত্রা সহকারে দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে একটি দুর্দান্ত প্রচার মিছিলের আয়োজন করে ১১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি।ওয়ার্ডের অসংখ্য কর্মী সমর্থকদের পাশাপাশি এই মিছিলে নেতৃত্ব দেন ১১ নং ওয়ার্ডের লোকসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর লিপি বিষই ও কনভেনর তথা ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী।তাদের কে যোগ্য সঙ্গত দেন ওয়ার্ডের যুব সভাপতি সেক আজহার উদ্দিন সহ সেক দিলশাদ,দেবব্রত দাঁ, কালিকিঙ্কর বাগ,জয়শ্রী দাঁ,মন্দিরা সিং,মৌসুমী বেগম,শবরী মন্ডল,পবন বেহারা, ঝন্টু দাস, টুটুল ভট্টাচার্য্য,সেক আশিফ,সেক ছোটু প্রমুখরা। লক্ষী ভান্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নাম উল্লিখিত প্ল্যাকার্ড সহ সুসজ্জিত এই মিছিল ওয়ার্ডবাসীর মনে যথেষ্ট ছাপ ফেলে।বিশেষতঃ আজকের এই মিছিলে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকের এই মিছিল প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর লিপি বিষই ও ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী বলেন-"সারা বাংলার পাশাপাশি এই ওয়ার্ডের মানুষও আজ দিদির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যথেষ্ট উপকৃত।এই ওয়ার্ডের মানুষ দিদি ছাড়া আর কাউকে চেনেন না।আশা করি গত লোকসভা নির্বাচনের থেকেও এই নির্বাচনে বেশি ভোটে আমাদের ওয়ার্ড লিড করবে এবং আমাদের প্রার্থীকে আমরা বিপুল বিপুল ভোটে জিতিয়ে সাংসদ বানিয়ে দিল্লী পাঠাতে পারবো"।অন্যদিকে এই ওয়ার্ডের যুব সভাপতি সেক আজহার উদ্দিন জানান এই ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের ঐক্যবদ্ধ পরিশ্রম বিগত পৌর নির্বাচনেও সাফল্য এনেছিল এবং আগামী ৪ঠা জুন আসন্ন লোকসভা নির্বাচনেও সাফল্য আনবে এবং আমাদের প্রিয় প্রার্থী মেদিনীপুরের সাংসদ হিসাবে নির্বাচিত হবেন।