অবস্থানের তৃতীয় দিনেই আন্দোলন থেকে সরে দাঁড়ালো মেদিনীপুর মেডিক্যালের জুনিয়ার ডাক্তাররা!

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলি : মানবিক মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় থাকল মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ড হওয়া ৭ জুনিয়ার ডাক্তার। তাই অবস্থানের তৃতীয় দিনেই আন্দোলন থেকে সরে দাঁড়ালো মেদিনীপুর মেডিক্যালের জুনিয়ার ডাক্তাররা। মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ জুনিয়ার ডাক্তাররা জানান, মুখ্যমন্ত্রীর কাছে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলাম। সেই আর্জি বিবেচনা করে দেখার আশ্বাস মিলেছে বলে দাবি জুনিয়ার ডাক্তারদের। তাই মানবিক মুখ্যমন্ত্রীর পূর্ণবিবেচনা করার জন্য চিঠি দিয়েছি। দয়াময়ী মুখ্যমন্ত্রীর দিকে আশা রাখছি। স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন প্রিন্সিপাল। রোগী পরিষেবা বিঘ্নিত না হয়, তাই আগামীকাল বুধবার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কর জোড়ে আবেদন সাসপেনশন প্রত্যাহার করুন, আমাদের স্বাভাবিক ভাবে কাজ করতে পারি। সেই দিকে তাকিয়েই আগামীকাল থেকে স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে।