বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল জুনিয়র ডাক্তারদের,চলছে ১০ দফা দাবি নিয়ে কর্মবিরতি, বলেন 'প্রয়োজনে দিল্লি যাব'!
নিজস্ব সংবাদাতা: বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করেন জুনিয়র ডাক্তাররা। মিছিলে অংশগ্রহন করেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং ঊষসী চক্রবর্তী। উল্লেখ্য,গত ১৯ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে ২১ সেপ্টেম্বর থেকে জরুরি বিভাগের কাজ শুরু করেন। তবে তারই মাঝে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাণ্ডবের ঘটনার পর থেকে জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির হুঁশিয়ারি দেন। এবার সেই মতো ১০ দফা দাবি নিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মিছিলের মঞ্চ থেকে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, “জুনিয়র ডাক্তারদের দমিয়ে রাখা যাবে না। সুপ্রিম কোর্ট যেন মনে রাখে জুনিয়র ডাক্তারদের দমিয়ে রাখা যাবে না। আন্দোলন না চালালে সেটিং হয়ে যেত। প্রয়োজনে দিল্লি যাব। অমীমাংসিত সমস্ত নারী নির্যাতনের মামলা নিয়ে লড়াই করব।”