জুনকে হারাতে নতুন অস্ত্র অগ্নিমিত্রার ‘এক ফোনে দিদিভাই ’!

নিজস্ব সংবাদদাতা : ‘এক ফোনে দিদি ভাই’ নামে একটি কর্মসূচি শুরু করলেন বুধবার মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে অগ্রিমিত্রা পাল। বিজেপির তরফে একটি থিম সংও রিলিজ করা হয়। প্রার্থী জানিয়েছেন, এই কয়দিনে লোকসভা কেন্দ্রের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে যাওয়া সম্ভব নয়। তার উপর গরমের কারণে অনেকটা সময় নষ্ট হচ্ছে। সেহেতু, একটি ফোন নম্বর চালু করা হল, যেখানে মানুষ তাঁদের এলাকার সমস্যার কথা ফোনে জানতে পারবেন। আগামী দিনে ভোট জিতে আসলে কী কী কাজ অগ্রাধিকার পাবে, তার একটা ধারণা তৈরি করা যাবে। অগ্নিমিত্রা আরও জানান, এই লোকসভা কেন্দ্রের সবচেয়ে বেশি সমস্যা রয়েছে জল এবং আবাসের। অনেক জয়াগতেই পানীয় জলের একটা সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। প্রচারের সময় মানুষ সেগুলি তাঁর সামনে তুলে ধরছেন। তিনি জানান, খড়গপুর বা কেশিয়ারি এলাকায়, মেদিনীপুর শহর এলাকাতেও জলের সমস্যা রয়েছে। এতদিন বাদেও এরকম জলের সমস্যা রয়েছে। এই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল।