আরও একবার রাতদখলে নামলেন,বিচার চাই, বিচার দাও! তিলোত্তমা খুনের এক বছর !

নিজস্ব সংবাদদাতা: অভিশপ্ত সেই ৮ আগস্ট ,শুক্রবার আরও একবার রাত দখলে নামলেন। আর জি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। খুনি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই ঘটনার বর্ষপূর্তিতে রাত দখলের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট‘ (WBJDF)। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু মশাল মিছিল। গন্তব্য শ্যামবাজার। ভোর চারটে পর্যন্ত এই কর্মসূচি। ‘বিচার চাই, বিচার দাও’ (We Want Justice)- এই স্লোগানে মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে কলকাতার রাজপথ। হাতিবাগানেও একইভাবে আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ আন্দোলনে নামেন। এক আন্দোলনকারী বলেন, “লড়াই জারি থাকবে। কারণ এখনও বিচার আমরা পাইনি।