জয়েন্টের ফর্ম ফিলআপ শুরু হয়ে গেল,শেষ তারিখ ৩১ জানুয়ারি পর্যন্ত !


নিজস্ব প্রতিবেদন : উচ্চমাধ্যমিকের পর বহু ছেলেমেয়ের স্বপ্ন থাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ক্র্যাক করে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি-এর মত কোর্সগুলি পড়া। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম-এর দিনক্ষণ। এই পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসির কোর্সে ভর্তি হতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ঘোষণা করেছে আগামী বছরের ২৮ এপ্রিল রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এই পরীক্ষার জন্য অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেল ২৮ ডিসেম্বর থেকে। ৩১ জানুয়ারি পর্যন্ত ছাত্রছাত্রীরা অনলাইন মাধ্যমে আবেদন জমা দিতে পারবে বলে জানিয়েছে নির্দিষ্ট সংস্থা। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, https://wbjeeb.nic.in/ গিয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করা যাবে।