কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমান বন্দরের সামনে বাসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর!
নিজস্ব প্রতিবেদন : কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিমান বন্দরের সামনে বাসের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। দীর্ঘদিন ধরেই বিমান বন্দরের সামনে স্টপেজ দেওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল বন্দর কর্তৃপক্ষের তরফে। অবশেষে স্টপেজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাল পরিবহণ দফতর।বৃহস্পতিবার অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কে বাস স্টপেজ দেওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বিমানবন্দর কর্তৃপক্ষের দীর্ঘদিনের অভিযোগ ও আবেদনে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ওই জাতীয় সড়ক হয়ে ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা যাতায়াত করে বহু দূরপাল্লার বাস। রাজ্য পরিবহণ দফতর পরিবহনের সংশ্লিষ্ট বিভাগকে অণ্ডালে স্টপেজ দেওয়ার জন্য আবেদন করেছে।যদিও স্টেট ট্রান্সপোর্ট অথরিটির দাবি, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের প্রতিটি বাস অণ্ডালে স্টপেজ দেয়। বিমানবন্দর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, বিমান বন্দরের সামনে বাস স্টপেজ না দেওয়ায় বিমান যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। তাই সমস্যা দূর করতে এবং স্টপেজ সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার থেকে দূরপাল্লার সমস্ত বাস বিমান বন্দরের সামনে থামবে।