আজ কালভৈরব জয়ন্তী!

নিজস্ব সংবাদদাতা :  কাল ভৈরবকে ভগবান শিবের উগ্র রূপ বলা হয়। কথিত আছে যে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কাল ভৈরব অবতারণা করেছিলেন। এ বছর কাল ভৈরব জয়ন্তী পালিত হচ্ছে বুধবার,২৭ কার্তিক (১২ই নভেম্বর) । এটা বিশ্বাস করা হয় যে এই দিনে পূর্ণ আচারের সঙ্গে পুজো করলে একজন ব্যক্তি সমস্ত ব্যথা, নেতিবাচকতা এবং ভয় থেকে মুক্তি পায়। কাল ভৈরব জয়ন্তীর দিন পুজো করতে হলে ভোরে স্নান করতে হবে। অতঃপর পরিষ্কার পোশাক পরিধান করে ব্রত রাখার অঙ্গীকার গ্রহণ করুন। এর পরে ভগবান শিবের পুজো করুন এবং তারপর ভগবান কাল ভৈরবের পুজো শুরু করুন। এর পর ভগবান কাল ভৈরবকে কালো তিল, মাস কলাইয়ের ডাল এবং সরিষার তেল নিবেদন করুন। এরপর সরিষার তেলের প্রদীপও জ্বালান। শেষে ভগবান কাল ভৈরবের আরতি করুন।পুজো শেষ করে কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান। বিশ্বাস করা হয় যে এটি করলে ব্যক্তির পুজো সফল হয় এবং তিনি কাঙ্ক্ষিত ফল লাভ করেন।

এই দিনে শিবের পাশাপাশি মা পার্বতী ও গণেশেরও পুজো করা উচিত। শিবপুরাণ অনুসারে, যিনি প্রতিদিন শিবের ভৈরব রূপের পুজো করেন, তার কোটি জন্মের কৃত পাপ নাশ হয়। এছাড়াও এই দিনে শুধুমাত্র কাল ভৈরবকে স্মরণ ও দর্শন করলে নেতিবাচক শক্তির বিনাশ হয়। কাল ভৈরব জয়ন্তীতে সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করে উপবাসের শপথ নিন। মন্দিরে বাবা কাল ভৈরবকে কুমকুম নিবেদন করুন। এদিন ঈশ্বরকে  নারকেল ও পান দেওয়া হয়। এখন চতুর্মুখী  প্রদীপ জ্বালিয়ে কাল ভৈরবাষ্টক বা ওম ভৈরবায় নমঃ পাঠ করুন । এদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। কালো উড়দ, কালো তিল ও সরিষার তেল দান করতে। কাল ভৈরবের বাহন হল কুকুর। তাই এদিন কুকুরকে খেতে দিন। এতে ভৈরব শীঘ্রই খুশি হন। কাল ভৈরব জয়ন্তীর দিনে ভুল করেও তামসিক খাবার বা মদ্যপান করা উচিত নয়। কাল ভৈরব জয়ন্তীতে রাশিচক্র অনুসারে মন্ত্র জপ (রাশিচক্রের উপর ভিত্তি করে কাল ভৈরব জয়ন্তী মন্ত্র)

  • মেষ - 'ওম ভূতভাবনায় নমঃ'
  • বৃষ রাশি - 'ওম বৃষরূপায় নমঃ'
  • মিথুন - 'ওম প্রসাদায় নমঃ'
  • কর্কট - 'ওম স্বয়ম্ভুতায় নমঃ'
  • সিংহ রাশি - 'ওম যোগিনে নমঃ'
  • কন্যারাশি - 'ওম বীজবাহনয় নমঃ'
  • তুলা রাশি -  'ওম সর্বকামে নমঃ'
  • বৃশ্চিক - 'ওম কল্যযোগে নমঃ'
  • ধনু - 'ওম অভিবাদায় নমঃ'
  • মকর - 'ওম শ্মশানবাসিনে নমঃ'
  • কুম্ভ - 'ওম সর্বকারায় নমঃ'
  • মীন - 'ওম প্রবৃত্তিয়ে নমঃ'