কালী পুজোর আগেই ১৫০ কিলো নিষিদ্ধ বাজি!

নিজস্ব প্রতিবেদন : কালীপুজোর আগে নুঙ্গি বাজি বাজারে যৌথ অভিযান চালাল মহেশতলা বজবজ থানার পুলিশ। যৌথ অভিযানে উদ্ধার ১৫০ কিলো নিষিদ্ধ বাজি। বিভিন্ন জায়গায় পরপর বাজি বিস্ফোরণের ঘটনায় তৎপর হয়ে ওঠে প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে একাধিক অবৈধ বাজি কারখানার হদিশ মেলে। তার জেরে মুখ থুবড়ে পড়ে বাজি ব্যবসা।এগরা, বজবজ ও দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনার একাধিক মৃত্যুর পর থেকেই বন্ধ ছিল বাজি ব্যবসা। আর এবার কালীপুজোর আগেই মহেশতলা নুঙ্গি বাজি বাজারে ডিএসপি ইন্ডাস্ট্রিয়ালের নেতৃত্বে মহেশতলা ও বজবজ দুটি থানার পুলিশের যৌথ অভিযান চলে। বাজারের সমস্ত দোকানের লাইসেন্স খতিয়ে দেখা হয় পুলিশের তরফে। এবং পরিবেশবান্ধব বাজি বিক্রি হচ্ছে কিনা সে সমস্ত বিষয় দেখা হয়। বাজি ব্যবসায়ীরা পরিবেশবান্ধব বাজি বারকোড স্ক্যান করে দেখায় পুলিশ আধিকারিকদের। মহেশতলা ও বজবজ দুটি থানায় মিলিয়ে প্রায় ১৫০ কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ।