কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে কোটি কোটি টাকা!
নিজস্ব প্রতিবেদন : মাত্র ৬ বছরে কামারহাটি পুরসভার অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। গত ৫ অক্টোবর, বাগুইআটির অর্জুনপুরে তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মিলেছে প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের আড়াই কেজি সোনা ও হিরের গয়না। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা CBI এবং ED। আর সেই সময়ই তমাল দত্তের চাকরিতে যোগদানের পর আর্থিকভাবে ফুলে ফেঁপে ওঠার বিষয়টি সামনে আসে। সূত্রের খবর, গত ৫ অক্টোবর তমাল দত্তের বাগুইআটির ফ্ল্যাটে তল্লাশি চালায় ED। জানা গিয়েছে, তাঁর অর্জুনপুরের ফ্ল্যাট থেকে নগদ ১৪ লাখ টাকা এবং আড়াই কিলো সোনা এবং হিরে বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এই গয়নার বাজারমূল্য আকাশছোঁয়া। প্রায় দুই কোটি টাকা। পাশাপাশি প্রায় ১৩০০০ পাতার নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা, সূত্রের খবর এমনটাই।জানা গিয়েছে, এই বিপুল অর্থ এবং গয়নার কোনও নথি দেখাতে পারেননি তমাল। ফলে তা আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই গয়না এবং নগদ বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। কোথা থেকে এত টাকা এবং গয়না পেলেন তিনি? খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়গুলিও।