‘সুপার-যাত্রা’ শুরু ইস্টবেঙ্গলের

 নিজস্ব প্রতিবেদন : ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর হলেও ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য স্নায়ুর চাপের। তিন বার এগিয়ে অবশেষে জয়। গোল করলেও ধরে রাখা যাচ্ছিল না। যা ক্রমশ অস্বস্তি তৈরি করে লালহলুদ শিবিরে। এর আগের তিন ম্যাচে (ইন্ডিয়ান সুপার লিগে) গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। অবশেষে গোল এল, তবে সেটা সুপার কাপে। এল তিনটি গোল। চাপের মুহূর্ত তবুও যেন কাটছিল না। ভারতীয় প্লেয়ারদের নিয়ে গড়া দল নিয়েই চমকে দেওয়া পারফরম্যান্স হায়দরাবাদ এফসির। শেষ অবধি ৩-২ ব্যবধানে স্বস্তির জয় ইস্টবেঙ্গলের।সম্পূর্ণ সময় শেষে ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল কলকাতা ময়দানের এই প্রধান। দলের জার্সিতে আজ জোড়া গোল পান ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। এছাড়াও একটি গোল পান স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো। অন্যদিকে, হায়দরাবাদ দলের জার্সিতে গোল পান রেমহালচুঙ্গা ও নিম। আজকের এই ম্যাচে জয় পাওয়ার পর তিন পয়েন্ট নিয়ে গ্ৰুপ পর্বের শীর্ষস্থান ধরে রাখল লাল-হলুদ ব্রিগেড। নতুন বছরের শুরুতে এবার জয় পেয়ে যথেষ্ট খুশি দলের সমর্থকরা।