(Kalyani AIIMS) কল্যাণী এইমস-এর যাত্রা শুরু!
নিজস্ব সংবাদদাতা : গুজরাটের রাজকোট থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার কল্যাণী সহ দেশে বেশ কয়েকটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রবিবারই সেগুলি জাতির উদ্দেশে উৎসর্গ করা হল। কল্যাণী এইমস-এ এদিন থেকেই শুরু হয়ে গেল অন্তর্বিভাগীয় পরিষেবা। প্রধানমন্ত্রী এদিন কল্যাণী ছাড়াও রাজকোট, মঙ্গলাগিরি, ভাতিন্ডা এবং রাইবেরেলি এইমস-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।১৭৫৪ কোটি টাকা খরচ করে ১৭৯.৮২ একর জমির ওপর ৯৬০ শয্যার কল্যাণী এইমস হাসপাতাল গড়ে উঠেছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি এই হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা চালু হয়। বর্তমানে ৪৫০টি শয্যার পরিষেবা চালু হচ্ছে। চিকিৎসার পাশাপাশি এখানে মেডিকেল ও নার্সিং পড়ানোর ব্যবস্থাও রয়েছে।মাত্র ১০ টাকার মাধ্যমে চিকিৎসা করানো যাবে Kalyani AIIMS-এ। ১০ টাকা দিয়ে কিনতে হবে একটি বই। সেখানেই পরবর্তী চিকিৎসার দিনক্ষণ সমস্ত লেখা থাকবে। সেই বইয়ের ভ্যালিডিটি ১ বছর। সেটি শেষ হলে তারপর আর বই কিনতে হবে। আর ভর্তি হওয়ার ক্ষেত্রে এখানে দিন প্রতি জেনারেল বেডে খরচ ৩৫ টাকা। তার মধ্যে মিলবে খাবারও।