কঙ্গনা রানাওয়াতকে সপাটে চড় মারার অভিযোগ চণ্ডীগড় বিমানবন্দরে!
নিজস্ব সংবাদদাতা : কঙ্গনা রানাওয়াতকে সপাটে চড় মারার অভিযোগ চণ্ডীগড় বিমানবন্দরে। জানা গিয়েছে, একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির রাজপথে পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন কঙ্গনা রানাউত। যার জেরে আইনি বিপাকেও পড়তে হয়েছিল তাঁকে। এবার চণ্ডীগড় বিমানবন্দরে তারই মাশুল গুণতে হল ‘ক্যুইন’কে। জানা গিয়েছে, কঙ্গনাকে চড় মারা ওই মহিলা জওয়ান আদতে পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা।