ক্যারাটের প্রশিক্ষণ জঙ্গলমহলে : সুনাগরিক গড়ে তোলার পাঠ!
নিজস্ব সংবাদদাতা: বাঙালি পরিবারের ছোট সদস্যদের চিরকালই আঁকা, গান, নাচ, আবৃত্তির মধ্যে কোনওটি শেখানো রেওয়াজ। এই মার্শাল আর্টসের সঙ্গে প্রাচীন ভারতীয় শিক্ষাপদ্ধতির মিল রয়েছে। গুরুগৃহে থেকে ক্যারাটে শিখতে হত। সুপ্রাচীন ভারতের ব্রহ্মচর্যের সঙ্গে এর মিল রয়েছে। ক্যারাটের পুরো পদ্ধতিই চরিত্র গঠনে সহায়ক। মূলত শারীরিক ক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার কৌশল শেখার জন্যই ক্যারাটে স্কুলে সন্তানকে ভর্তি করেন অনেক অভিভাবক। জঙ্গলমহলের মানুষের সচেতনতার মানচিত্র বদলে গেছে। একটা সময় ছিল যখন দিনের বেলায় বেরোতে ভয় পেত। নারীদের সুরক্ষা ছিল ভীষণভাবে অবহেলিত। কিন্তু বর্তমানে সেই সব এলাকার মানুষরাই এখন অনেকটাই পরিণত এবং উন্নত। যুগের সাথে তাল মিলিয়ে এখন জঙ্গলমহলেও শুরু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ।
অল ইন্ডিয়া সেইসিনকাই সিতোরিয়ো ক্যারাটে ডু ফেডারেশন এর অনুমোদিত একাডেমি শুভজিৎ সেইসিনকায় সিতোরিয়ো ক্যারাটে ডু একাডেমির বার্ষিক কালার্স বেল্ট পরিবর্তন পরীক্ষা অনুষ্ঠিত হলো গত ১৪ই সেপ্টেম্বর ২০২৫ চন্দ্রকোনা রোড বিডি কমপ্লেক্সতে ।
অফিসিয়াল পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিহান রাসবিহারী পাল ন্যাশনাল পরীক্ষক ও রেফারি জাজ ও কোচ। মূল শাখা গোয়ালতোড় এবং চন্দ্রকোনা রোড ও রামগড় সহ মোট ৫০ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল । প্রশিক্ষক ও আয়োজক ন্যাশনাল রেফারি জাজ ও কোচ সেনসি শুভজিৎ চক্রবর্তী জানান যে ক্যারাটে হলো আত্মরক্ষার প্রধান কৌশল এবং বেঙ্গলি অলিম্পিক ও ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও খেলার সুযোগ রয়েছে। বিগত কয়েক বছর জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সোনা রুপো এবং ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে ছাত্র-ছাত্রীরা ।