কেশপুরে অভয়া ক্লিনিক ও ত্রাণ শিবির শুরু করলো জুনিয়র ডাক্তাররা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বন্যা কবলিত কেশপুরে এবার অভয়া ক্লিনিক ও অভয়া ত্রাণ শিবির জুনিয়র ডাক্তারদের। শনিবার সকালেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জুনিয়ার ডক্টরদের ৩০ জনের একটি দল এসে পৌঁছায় কেশপুরের তাবাগেড়িয়া এলাকায়। উল্লেখ্য দিন কয়েক আগেই এই এলাকায় এসেছিলেন ঘাটালের সাংসদ দেব। শনিবার যখন বিভিন্ন মেডিকেল কলেজে কাজে যোগ দিচ্ছে জুনিয়র ডাক্তাররা, ঠিক সেই সময় বন্যা কবলিত কেশপুরে অভয়া ক্লিনিক ও অভয়া ত্রাণ শিবির জুনিয়র ডাক্তারদের। মেডিসিন, সার্জারি, প্রসূতি, পেডিয়াট্রিক সহ বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররা এসেছে কেশপুরের এই অভয়া ক্লিনিকে ও ত্রাণ শিবিরে। মূলত বন্যা কবলিত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা দিতে এই উদ্যোগ জুনিয়ার ডাক্তারদের।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়ার ডাক্তারদের উদ্যোগে কেশপুরের ট্যাবাগেড়িয়াতে "অভয়া ত্রাণ শিবির" সহ মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে।