তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের লেখা লেটার প্যাড ব্যবহার করে কোটি কোটি টাকার তোলাবাজি !
নিজস্ব সংবাদদাতা : কৌশিক সরকার নামে এক নিউ টাউন এলাকার তৃণমূল নেতা,নকল লেটারহেড ছাপিয়েছিলেন। তার পর সেটির জোরে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা তুলতেন। পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখার পর গ্রেফতার করেছে কৌশিক সরকারকে। চার কোটি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চিনার পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসীর দাবি, বহু মানুষই এমন অভিযোগ তুলেছেন বিভিন্ন সময়ে।
কৌশিক সরকার নিউ টাউন এলাকার তৃণমূল নেতা বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ উঠেছে। এমনকী শাসক দলের শীর্ষনেতার নাম করে জায়গা-জমির কেলেঙ্কারি করার অভিযোগও শোনা যায়।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসকদলের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্ত দলের কোনও পদে ছিলেন না। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শুধু এই প্রোমোটারকেই নয়, আরও অনেককেই ভয় দেখিয়ে অভিষেকের নাম করে মোটা অঙ্কের তোলাবাজি চালিয়ে গিয়েছে কৌশিক। সেই সব টাকা কোথায় গেল, সেই দিকটিও এবার খতিয়ে দেখতে চাইছে পুলিশ।