মেদিনীপুর শহরের কেরানিতলা- জর্জকোর্ট মেন রোডে রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রেখে ব্যবসা!

সেখ ওয়ারেশ আলী পশ্চিম মেদিনীপুর: গুরুত্বপূর্ন রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রেখে দীর্ঘদিন ধরে রমরমিয়ে ব্যবসা চালানোর অভিযোগ উঠলো রুপক দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কেরানিতলা জর্জকোর্ট মেন রোডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ৬ মাসের বেশী সময় ধরে মেন রাস্তার পাশে ইট, বালি, চিপস ফেলে ব্যবসা চালাচ্ছে রুপক দাস নামের ঐ ব্যক্তি। যার ফলে প্রায়শই এই গুরুত্বপূর্ন রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজটের। সামনে স্কুল রয়েছে, যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। বহুবার ঐ ব্যক্তিকে নির্মাণ সামগ্রী সরানোর বিষয়ে বলা হয়েছে, কিন্তু তিনি বলেন, তাকে পৌরসভা থেকে অনুমতি দেওয়া হয়েছে রাস্তার পাশে নির্মাণ সামগ্রী রাখার জন্য। অভিযুক্ত ব্যক্তিও অবশ্য স্বীকার করেছেন, তাকে পৌরসভা থেকে বলা হয়েছে ঐ স্থানে নির্মাণ সামগ্রী রাখার জন্য। পাশাপাশি তিনি বলেন, পৌরসভার কাজ চলছে, তাই পৌরসভার জায়গায় নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। অন্যদিকে এবিষয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান রাস্তার পাশে নির্মাণ সামগ্রী রাখার কোনো রকম পারমিশন কাউকে দেওয়া হয়নি।