মেদিনীপুরে খাদির উৎসব, এক ছাদের তলায় রাজ্যের ২০ জেলা ও ভিনরাজ্যের শিল্পীরা!

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী: সোমবার, ১২ই জানুয়ারি মেদিনীপুরের বার্জ টাউন ময়দানে জাঁকজমকপূর্ণভাবে শুরু হলো পশ্চিম মেদিনীপুর খাদি মেলা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ কুটির শিল্পকে রক্ষা করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করাই এই খাদি মেলার মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদি ও কুটির শিল্পীদের একত্রিত করা হয়েছে এই মেলায়। রাজ্যের ২০টি জেলা থেকে খাদি শিল্পের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করেছে। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে একাধিক ইউনিট এবং কাশ্মীর থেকে একটি বিশেষ ইউনিটও মেলায় যোগ দিচ্ছে। ফলে খাদি কাপড় ও গ্রামীণ শিল্পজাত পণ্যের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য মন্ত্রী শিউলি সাহা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা, মমতা ভুঁইঞা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খাদি পর্ষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার প্রদীপ চৌধুরী জানান, এবছরের খাদি মেলায় মোট ১০৫টি স্টল বসেছে, যেখানে ১৩০ জন শিল্পী তাঁদের নিজস্ব তৈরি খাদি বস্ত্র ও কুটির শিল্পজাত সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করছেন।উল্লেখ যোগ্যভাবে, গত বছর ১২ দিনের মেদিনীপুর খাদি মেলায় প্রায় ২ কোটি ৫৬ লক্ষ টাকার ব্যবসা হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবছর ২০২৬ সালের খাদি মেলায় আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। মেদিনীপুর বার্জ টাউন ময়দানে আয়োজিত এই খাদি মেলা চলবে আগামী ২৫শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। গ্রামীণ শিল্পের ঐতিহ্য ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে এই খাদি মেলা মেদিনীপুরবাসীর কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।