খড়্গপুর শহরে ঈদ মিলন মেলা!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরের পাঁচবেড়িয়া ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ট্রাফিক গোল খুলি মাঠে তিরঙ্গা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঈদ মিলন মেলা অনুষ্ঠিত হয়। ৩১ শে মার্চ থেকে এই মেলা শুরু হয়েছে। রমজান মাসের শেষে ঈদ উপলক্ষে এই মেলায় শুভেচ্ছা জানাতে ১লাএপ্রিল বিভিন্ন অতিথিরা এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি বলেন-বাংলার পরম্পরা সর্ব ধর্মের জাতি ধর্ম সবার ঊর্ধ্বে উঠে আমরা মানুষ। এই পরম্পরা ও ভ্রাতৃত্ববোধ আগামী দিনে আরও সুদৃঢ় করতে হবে। খড়্গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ বলেন-আমরা খড়্গপুর বাসিরা সর্বধর্ম মেনে উৎসব করার চেষ্টা করি। গত বছর এখানে শান্তিতে মেলা হয়েছে এবারও তাই কামনা করি। আইএনটিটিইউসির জেলা সভাপতি গোপাল খাটুয়া বলেন-মেলাটি যাতে সাতদিন ভালোভাবে চলে তার ব্যবস্থা আমাদেরই করতে হবে। এছাড়া ছিলেন নির্মল ঘোষ, শতদল ব্যানার্জি, সুশীল যাদব, এডি বর্মন ও অন্যান্যরা। মেলায় মোট ৫০ টি ছোট বড় স্টল রয়েছে। মেলা চলবে আগামী ১০ই এপ্রিল পর্যন্ত।