খড়্গপুরে হিজলি সংলগ্ন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা তনুশ্রী দাস ‘জাতীয় শিক্ষক পুরস্কার সম্মান পেলেন!
অরিন্দম চক্রবর্তী : খড়্গপুরে হিজলি সংলগ্ন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রীদাস 'জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’ সম্মান পেলেন। বাংলা থেকে এই পুরস্কার সম্মান পেলেন নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্য। শিক্ষক দিবসের দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে এই ৪৫ জনকে জাতীয় শিক্ষককে পুরস্কৃত করা হয়। প্রতিটি পুরষ্কার প্রাপক একটি সার্টিফিকেট, ৫০,০০০ টাকা নগদ পুরস্কার এবং একটি রৌপ্য পদক পেলেন।