খড়্গপুর আশাত্তোরন এর বার্ষিক প্যারা প্রতিযোগিতা!
অরিন্দম চক্রবর্তী : খড়গপুর আশাত্তোরন প্রতিবন্ধী ফাউন্ডেশন এর পরিচালনায় ৭ম বর্ষের বার্ষিক প্যারা ক্রীড়া প্রতিযোগিতা ১১ জনুয়ারি রবিবার অনুষ্ঠিত হলো। বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাইবোনেদের জন্য এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল সিলভার জুবিলী হাই স্কুল ময়দানে। খড়্গপুর মহকুমার বিভিন্ন ব্লকের সাথে সাথে নন্দীগ্রাম, নন্দকুমার, গড়বেতা, শালবনী, চন্দ্রকোনা রোড ও কেশপুর থেকে মোট ৩৫০ জন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর ১ ব্লকের বিডিও সৌমেন দাস, টাউন থানার মহিলা আইসি প্রতিভা হালদার, সমাজসেবী সুদীপ্তা চক্রবর্তী, হিউম্যান রাইটস এর অমিত মিশ্র, রাহুল শর্মা, সমাজসেবী মানিক মন্ডল সংস্থার সভাপতি বিমল মাল। এ ছাড়া ছিলেন প্রলয় বেরা, মনিদিপা দে, দীপিকা রানা, দেবযানী দেব, দিলীপ মন্ডল ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ১০ থেকে ৫০ বছর বয়সীরা ট্রাই সাইকেল, ক্র্যাচ দৌড়, গুলি চামচ, লং জাম্প ও ১০০ মিটার দৌড় সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। প্রাথমিক সেবা শুশ্রুতার জন্য ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্স এর কর্মীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিজয় কুমার বেরা।