খড়গপুরে মালঞ্চ বালাজি মন্দির ব্রহ্মোৎসব!
অরিন্দম চক্রবর্তী:খড়গপুর শহরের মালঞ্চ এলাকাতে শ্রী বালাজি পেরু মাল্লা দেবস্থানম ডেভেলপমেন্ট ট্রাস্টের আয়োজনে বালাজি ব্রহ্মৎসব শুরু হয়েছে ২৭ শে নভেম্বর ২০২৫ তাং থেকে। প্রথম দিন অঙ্কুরাপন, আচার্যদের বরন ও পূন্য বচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শ্রী লক্ষ্মীর কুমকুম পূজা, অষ্টোত্তর শতনাম জপ ও হংস বাহন সেবা অনুষ্ঠিত হয়।
২৯ শে নভেম্বর ২০২৫ তাং শনিবার শ্রী ভেঙ্কটেশ্বর কল্যাণ মহা শান্তি হোম এবং গজবাহন সেবা পূজা অনুষ্ঠিত হয়। ৩০শে নভেম্বর ২০২৫ তাং সূর্য নমস্কার মহা সুদর্শন হোম এবং গরুড় পূজা অনুষ্ঠিত হয়। ১লা ডিসেম্বর ২০২৫ তাং সকালে পূর্ণ কলস দ্বারা চক্র স্নান করানো হয় সেই সঙ্গে দীপালংকার সেবা অনুষ্ঠিত হয়। ২রা ডিসেম্বর ২০২৫ তাং প্রায় দশ হাজার ভক্তবৃন্দকে বসিয়ে অন্ন প্রসাদ খাওয়ানো হয় বলে জানালেন ট্রাস্টের সদস্যরা।