খড়গপুর মহকুমার খাকুড়াদায় অবস্থিত ভগবতী দেবী পিটিটিআই নববর্ষের সূচনায় বৈশাখী গান আড্ডা!
নিজস্ব সংবাদদাতা : একদল আড্ডা পাগল নানা বয়সের বাঙালি নববর্ষের সূচনায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার খাকুড়াদায় অবস্থিত ভগবতী দেবী পিটিটিআই তে গান ধরলেন "এসো হে বৈশাখ এসো এসো" । সাপ্তাহিক বুধবারে গান আড্ডা বসে । সব বয়সীদের নিয়ে বাঙালির আড্ডা আজ আর বাঙালি পরিবারে দেখা যায় না। ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপমুখীনতা একে অপরের থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এই ব্যবধান দূর করার জন্য এই আড্ডার আয়োজন, বলেন গান আড্ডার সদস্য পবিত্র জীবন মাইতি। বাঙালিয়ানা কে রক্ষা করার উদ্দেশ্যে মঞ্চ সজ্জা করেন কলেজের প্রাক্তনী দেবদুলাল ওঝা। অনুষ্ঠানের ঘোষক ছিলেন অধ্যাপক তাপস পাল।