খড়্গপুর শহরের মালঞ্চ সুষমা পল্লী ইউথ কয়ার ক্লাবের প্রচেষ্টায় রক্তদান শিবির!

অরিন্দম চক্রবর্তী : রক্তদান জীবন বাঁচায়, এটি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর অভ্যাস, নিয়মিত রক্তদানে হৃদরোগের ঝুঁকি কমে এবং থ্যালাসেমিয়া, ক্যান্সার, প্রসূতি বা দুর্ঘটনায় আহতদের মতো মুমূর্ষু রোগীদের জন্য রক্ত অত্যন্ত জরুরি। ১৯ তম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার ১২অক্টোবর । খড়্গপুর শহরের মালঞ্চ সুষমা পল্লী ইউথ কয়ার ক্লাবে অনুষ্ঠিত এই শিবিরে এদিন পাঁচ জন মহিলা সমেত ৩৬ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করেন খড়গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা।

এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর শহরের পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত ,আইনজীবী বন্দনা ঘোষ ও কে ভি ভি ডি ও র প্রাক্তন সদস্য সজীব মুখার্জি। এছাড়া ছিলেন ক্লাব সম্পাদক দুর্গা দাস ঘোষ, সভাপতি নয়ন ঘোষ ও কোষাধ্যক্ষ মিঠুন শীট।উপস্থিত অতিথি সহ রক্ত দাতাদের প্রত্যেককে আখের রস খাওয়ানো হয় ও একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়।