CBSE SCORE : সর্বভারতীয় সি বি এস ই দ্বাদশ শ্রেণির সেরা ১০ জনের মধ্যে খড়গপুরের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান মাইতি!

নিজস্ব সংবাদদাতা : গত মঙ্গলবার ১৩ই মে প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ড দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। তার মধ্যে সেরা ১০ জনের মধ্যে খড়গপুরের বারবেটিয়ার বাসিন্দা অর্চিষ্মান মাইতি।অর্চিস্থানের প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ৪৯০। অর্চিস্নান ডিএভি মডেল স্কুলে , আই আই টি খড়গপুর-এর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার দ্বাদশ শ্রেণির বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর হল ইংলিশ ৯৭, ম্যাথমেটিক্স ৯৮, ফিজিক্স ৯৭, কেমিস্ট্রি ১০০, কেমিস্ট্রিতে ১০০ পেয়েছে । এর আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় টপারদের তালিকায় বাংলার অর্চিষ্মানও জায়গা দখল করে নিয়েছে অর্চিষ্মান। সর্বভারতীয় জয়েন্টে অর্চিস্থানের প্রাপ্ত নম্বর ৯৯.৯৮%। অর্চিষ্মানের প্রাথমিক পড়াশোনা বাংলা মিডিয়ামে। খড়গপুরের অর্চিষ্মান, চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ার বাসিন্দা। প্রথমে বেলদা সংলগ্ন সাউড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু হয় অর্চিষ্মানের। এই স্কুলের অন্যতম প্রাক্তনী বিজ্ঞানী নারায়ণ চন্দ্র রানা। এদিকে, পরে চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ায় বাস শুরু হলে অর্চিষ্মান ভর্তি হন খড়গপুরের সেন্ট অ্যাগনেস স্কুলে। সেখানে পঞ্চম থেকে দশম শ্রেণির পড়াশোনা চলেছে। এরপর খড়গপুর আইআইটি ক্যাম্পাসের অন্দরে ডিএভি মডেল স্কুলে পড়াশোনা। আইসিএসইতে ৯৯ শতাংশ নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেন তিনি। অর্চিষ্মানের স্বপ্ন আইআইটি খড়গপুরে পড়াশোনা। তাঁর দাদুই দেশের ওই তাবড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী। বাবা, এক ওষুধ সংস্থার কর্মী। মা মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনি মনে করিয়ে দেন অর্চিষ্মানের মামাতো দাদু বঙ্কিমবিহারী মাইতি ও আইআইটি খড়্গপুর থেকে রসায়নে স্নাতকোত্তর পাস করেছেন। দাদুভাই-ই অর্চিষ্মানের অনুপ্রেরণা বলেও জানিয়েছেন।