খড়্গপুর গ্রামীণ থানার চাঙ্গুয়াল এলাকায় রেশমি মেটালিক্স কারখানার ৬ নম্বর ইউনিটে মাটি চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের!
নিজস্ব সংবাদদাতা : শনিবার সকাল ৭টা নাগাদ খড়্গপুর গ্রামীণ থানার চাঙ্গুয়াল এলাকায় রশ্মি মেটালিক্সে খননকাজ চলাকালীন মাটির নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান প্রবেশপথের সামনে দুই শ্রমিকের মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর, কারখানা কর্তৃপক্ষ ভুক্তভোগীর পরিবার এবং বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা শুরু করেছে। ক্ষুব্ধ শ্রমিকদের মতে, রশ্মি কারখানায় আজকাল বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছে। পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা রাহুল মিদ্য (২৭) এবং পশ্চিম মেদিনীপুর জেলার গোদাপিয়াশাল এলাকার বাসিন্দা তাপস জানা (৪০)। গত কয়েক দিনের বৃষ্টির কারণে, গর্তের মাটি ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রাহুল মিদ্য এবং তাপস জানার মৃত্যু হয়।অন্যদিকে, এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করে।