খড়গপুরে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় তারা দুষ্কৃতী মাতালদের হামলার শিকার পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!
নিজস্ব সংবাদদাতা : মদ্যপদের দুষ্কৃতীদের হামলায় জখম পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখার সিভিক ভলান্টিয়ার তুলসী রাও ওরফে উদয়। শীতের রাতে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে দুষ্কৃতী মাতালদের হামলার শিকার হয়েছিলেন। ওড়িষ্যার কটকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তুলসি রাও (উদয়)-এর। ২৭শে ডিসেম্বর শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কটকের হাসপাতালে মারা যান ।
গত ১৫ ডিসেম্বর সোমবার গভীর রাতে উদয় তাঁর দুই বন্ধু প্রকাশ এবং দেবেন্দরকে সঙ্গে নিয়ে খড়গপুর স্টেশন সংলগ্ন মাল গুদাম এলাকায় একটি দোকানে চা খেতে যান। দোকানের বাইরে দাঁড়িয়ে চা খাওয়ার সময় এক মদ্যপ যুবক তাঁদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। তাঁরা ওই যুবককে সরে যেতে বলেন। কিন্তু ওই মদ্যপ যুবক না সরায় তাঁকে ঠেলে সরিয়ে দেন তুলসী। এই ঘটনাকে কেন্দ্র করে আরও কিছু যুবক জড়ো হয়ে তুলসীদের উপর চড়াও হয়। বোল্ডারের আঘাতে মাথায় গুরুতর চোট পান তুলসী। তাঁকে সঙ্গে সঙ্গে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তুলসীর মাথায় কুড়িটিরও বেশি সেলাই পড়ে। পরের দিন সকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খড়গপুর থেকে ওড়িষ্যার কটকে নিয়ে যাওয়া হয়। ২৭শে ডিসেম্বর শনিবার সকালে ওড়িষ্যার কটকের হাসপাতালেই মারা যান তুলসী। পুলিশ এই ঘটনায় যুক্ত সন্দেহে সেখ সরফু-সহ দু'জনকে গ্রেফতার করেছে। খড়গপুরের এই হৃদয়বিদারক ঘটনায় শোক, চাঞ্চল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে।