খড়গপুর ক্যানেল ক্লাবের পরিচালনায় ডগ শো ২০২৫!

নিজস্ব সংবাদদাতা : শীত যায় যায়। তবে সকালের দিকে এখনও হালকা ঠান্ডার আমেজ থাকে। আর সেই নরম শীতের আবেশ গায়ে জড়িয়ে এক অন্য খেলার সাক্ষী থাকল খড়্গপুর শহরের মানুষ। শীতের শেষে দিকে খড়গপুর ক্যানেল ক্লাবের পরিচালনায় জমজমাট ডগ শো। খড়্গপুর শহরের ট্রাফিক ময়দানে আয়োজন করা হয়েছিল ডগ শো-র। প্রতিযোগিতায় বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা MKDA এর ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার, টাউন থানার IC রাজীব কুমার পাল, কাউন্সিলর দেবাশীষ চৌধুরী প্রমুখ। নানান প্রজাতির সারমেয় দেখা গিয়েছে এই ডগ শো-এ। ডগ শো দেখতে ভিড় জমিয়েছিলেন রাজ্যের নানান প্রান্ত থেকে আসা ডগ লাভাররা। এর মধ্যে প্রায় ২০-২৫ রকম প্রজাতির কুকুরের দেখা মিলেছে। এর মধ্যে বেশ কয়েক ধরনের কুকুর আগে বিশেষ একটা দেখেনি আশেপাশের মানুষজন। এই ডগ শো দেখতে উপচে পড়েছিল স্থানীয়দের ভিড়।

সুপ্রজিৎ চৌধুরী নেতৃত্বে অনুষ্ঠিত ডগ শো নিঃসন্দেহে কুকুরপ্রেমীদের জন্য এক অসাধারণ দাগ কেটেছে ।সেরা কুকুর প্রশিক্ষক হিসাবে প্রদক পেয়েছেন কুন্তল বসু।এই ধরনের প্রতিযোগিতায় শুধুমাত্র বিভিন্ন প্রজাতির ও প্রশিক্ষিত কুকুরদের প্রদর্শনের সুযোগ করে দেয় এবং পশুপ্রেম দায়িত্বশীল পোষাপ্রাণী পালন সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বিশ্বব্যাপী প্রাণীদের মুখোমুখি হওয়া জরুরি সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। এটি নিষ্ঠুরতা এবং অবহেলার বিরুদ্ধে আওয়াজ তোলার এবং যত্নের উচ্চমানের আহ্বান জানানোর একটি উপায় ।