খড়্গপুর শহরে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে পরিবর্তন সভা!
অরিন্দম চক্রবর্তী: রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন তথা পথসভা অনুষ্ঠিত হচ্ছে। খড়্গপুর শহরে বৃহস্পতিবার ১লা জানুয়ারি খড়গপুর শহরে খরিদা ঘড়ি মোরে পরিবর্তন সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন"সব রাজ্যেই শিক্ষায়, স্বাস্থ্যে ও অন্যান্য বিষয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ রাজ্য দুর্নীতি, কালোবাজারি, ধর্ষণে এগিয়ে যাচ্ছি।
ক্ষোভের সাথে তিনি বলেন কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্য সরকার নিজের নামে চালিয়ে যাচ্ছে। এখানে সাধারণ মানুষরা প্রতিবাদ করতে ভয় পায়। রাজ্যে পরিবর্তন অবশ্যই করা উচিত। ২৬ এর বিধান সভায় বিজেপিকে ক্ষমতায় আনলে তবেই জনগণের স্বাধীনতা বজায় থাকবে বলে তিনি মন্তব্য করেন। পরিবর্তন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওমা শঙ্কর ও টিংকু সিং এবং আরো বিজেপি নেতৃবৃন্দ।