খড়গপুরের ডাঃ গৌরাঙ্গ বিশ্বাসের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্ত দান শিবির!

খড়গপুর বিভু কানুনগো : গোটা রাজ্য জুড়েই চলছে রক্তের গ্রীষ্মকালীন সংকট। তার উপর গরমের কারণে রক্তদান শিবির সংখ্যাও কমে গেছে। খড়গপুর এক্সপ্লোরার এসোসিয়েশ উদ্যোগে গত শনিবার ১৯শে এপ্রিল সাথী হেলথ কেয়ার সেন্টার জরুরি ভিত্তিতে রক্ত দান শিবির করা হয়। মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে গত শনিবার সকাল ১০ টায় সাথী হেলথ কেয়ার সেন্টার শুরু হয় রক্তদান শিবির। মোট ৫৪ জন রক্ত দান করেন। খড়গপুরের শল্য চিকিৎসক ও গায়ক ডাঃ গৌরাঙ্গ বিশ্বাসের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শিবির করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ এস এস মাইতি, ডাঃ এ এন সেন, পুত্র ডাঃ গৌরিক বিশ্বাস, পুত্রবধূ ডাঃ বিশ্বাস, স্ত্রী মধুমিতা বিশ্বাস ও অমিতাভ দাশগুপ্ত (বুলান দা) প্রমুখ।