খড়্গপুর গ্রামীণের পাঁচরুলিয়ায় মিলন মেলার উদ্বোধন!
অরিন্দম চক্রবর্তী: ১৬ই ডিসেম্বর খড়গপুর গ্রামীনের পাঁচরুলিয়ায় ১৬তম বর্ষের মিলনমেলা অনুষ্ঠিত হলো । এদিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, খড়গপুর গ্রামীন বিধায়ক দিনেন রায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি গোপাল খাটুয়া, সভাপতি সুব্রত বেরা ,সেক্রেটারি কাঞ্চন মাসান্ত, সম্পাদক শশাঙ্ক খাটুয়া,খড়গপুর শহরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, দেবব্রত বেরা ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজু বেরা, খোকন বেরা, সোমনাথ মহাপাত্র, খোকন মহাপাত্র, শিবু নায়েক,চঞ্চল দত্ত, শান্তনু দাস ও আরো অন্যান্য সদস্যরা।
মেলা চলবে আগামী ২৩শে ডিসেম্বর পর্যন্ত। লোকসংগীত, বিভিন্ন খেলা প্রতিযোগিতা, বাংলা ব্যান্ডের গান ও সিরিয়াল থেকে আগত অভিনেতা অভিনেত্রীদের অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন দর্শকরা।
ছোট-বড় মিলিয়ে এ বছর ৫০ টি স্টল এসেছে বলে জানা গেল।এই সংগঠন উদ্যোগে সারা বছর রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু ও শারীরিক পরীক্ষা শিবির, দরিদ্র ও শিক্ষার্থীদের সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, যোগব্যায়াম, নৃত্য ও রচনা প্রতিযোগিতা, সচেতনতামূলক সেমিনার করা হয়।