খড়্গপুর গ্রীন স্টার ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে দাবা প্রতিযোগিতা!

অরিন্দম চক্রবর্তী : দ্বিতীয় বর্ষের ইন্টার স্কুল দাবা প্রতিযোগিতা ২রা নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে খড়্গপুর শহরের তালবাগিচা গ্রীনস্টার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনে। ছত্রিশগড়, বিহার, ঝাড়খন্ড রাজ্য সহ পশ্চিমবঙ্গের কুড়িটি জেলা থেকে দুই শত জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তিন থেকে ৬০ বছর বয়সী সবাই এই খেলায় অংশ নিতে পারবে বলে ২৭শেঅক্টোবর সোমবার এক সংবাদ সম্মেলন করে জানান উদ্যোক্তারা। প্রতিযোগিতাটি পাঁচটি করে গ্রুপে খেলানো হবে।উপস্থিত ছিলেন অরুণ দাস, ড: মদনমোহন সামন্ত, আশিষ রায়, সৌমেন দাস, মাস্টার মাইন্ড চেস একাডেমীর শুভম সাহা, পুজো কমিটির সম্পাদিকা সুদেষ্ণা রায় ও কো -অর্ডিনেটর শাশ্বতী দাস।পুরস্কার বাবদ ২৫ জনকে নগদ ক্যাশ সহ ৭৯ জনকে সুদের ট্রফি দেওয়া হবে বলে জানান।

৬০ বছরের মধ্যে খেলোয়াড়দের রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। অতিথি হিসেবে আসবেন আন্তর্জাতিক খেলোয়াড় অতনু লাহিড়ী, সদ্য ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি। মূলত:৩১ তম জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন হয়েছে বলে জানালেন আয়োজকরা। পূজা প্রসঙ্গে ওনারা বলেন মূলত মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজোয় ২৯ শে অক্টোবর ক্লাবের আশেপাশে পাড়া গুলো থেকে মহিলারা বাদ্য বাজনা ও শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে আসবেন।৩০শে অক্টোবর সপ্তমী ,অষ্টমী, নবমীর পূজা পাঠ অনুষ্ঠিত হবে। ৩১শে অক্টোবর কয়েক হাজার মানুষকে ভোগ খাওয়ানো হবে। ১লা নভেম্বর থাকছে মহিলাদের দ্বারা অভিনীত 'বিন্দুর ছেলে 'নাটক। ২রা নভেম্বর দাবা প্রতিযোগিতা, ৩রা নভেম্বর থাকছে ৫০ জন ভবঘুরে মানুষকে ঘোরানো ও তাদের অন্য প্রসাদ বিতরণ। গ্রীন স্টার ক্লাব করোনাকালে বহু দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছিল। প্রতিবছর এরা রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও বৃক্ষরোপণের মতো মহতী কাজ করে থাকে।