খড়্গপুর হিজলি কলেজের ৩০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন!

নিজস্ব সংবাদদাতা :  যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমায় অবস্থিত হিজলি কলেজের ত্রিশতম প্রতিষ্ঠা দিবস। বর্ণাঢ্য প্রভাতফেরী ও প্রতিষ্ঠাতা প্রফেসর জি.এস সান্যালের আবক্ষমূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন খড়গপুর ১ নং ব্লকের বি.ডি.ও সৌমেন দাস, হিজলী কলেজের প্রেসিডেন্ট মাননীয় অমরেন্দ্র চক্রবর্তী, অধ্যক্ষ ড.আশিস কুমার দন্ডপাট, হিজলী কলেজের অ্যালুমিনি এসোসিয়েশনের প্রেসিডেন্ট অসিত পাল এবং সমস্ত বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রী ও শিক্ষাকর্মীবৃন্দ।

প্রদীপ প্রজ্জ্বলন, বৃক্ষ রোপণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। সঙ্গীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী বেতার ও দূরদর্শনখ্যাত মাননীয় সবিতাব্রত রায় ও সঙ্ঘমিত্রা দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. স্বরূপ দে।