আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় দেড় হাজার খড়গপুরের হিজলি ছাত্র-ছাত্রীরা মৌন মিছিল করলেন!

নিজস্ব সংবাদদাতা :   আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করে বৃহস্পতিবার দুপুরে একটি মৌন মিছিল করলেন খড়গপুরের ঐতিহ্যমণ্ডিত হিজলি হাই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। খড়গপুর শহরের আইআইটি ক্যাম্পাসে থেকে হিজলি হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আইআইটি ক্যাম্পাস থেকেই এই মিছিল শুরু করেন। কিছুদিন আগে ৯ ই আগষ্ট কয়েকটি নর পিশাচ আমাদের এক পাঠরতা ছাত্র ছাত্রীর উপর পাশবিক অত্যাচার ক'রে ধর্ষণ করে।তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে। পরিশেষে, প্রমাণ লোপাটের জন্য তাকে নৃশংস ভাবে খুন করে। ছাত্রীটি আমাদেরই কোলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের পোস্ট গ্রাজুয়েটের ছাত্রী। একজন নিরলস কর্মী রেসিডেন্ট ডাক্তারও। মেধাবী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক ছাত্রী। তার এই প্রতিবাদী চরিত্র তার কলেজে বিভিন্ন অন্যায় কর্মে লিপ্ত উচ্চ পদস্থ অনেকের ঈর্ষার কারণ হয় এবং এটাই তার উপর পাশবিক অত্যাচার , ধর্ষণ এবং হত্যার একমাত্র কারণ হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে সারা পশ্চিম বঙ্গের সর্বত্র তথা সারা ভারতের বিভিন্ন অংশে সর্বস্তরের মানুষ - ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক, অভিনেতা, মহিলা , পুরুষ নির্বিশেষে সকলে জাতি, ধর্ম, উচ্চ, নীচ ,রাজনীতি ভেদাভেদ ভুলে এই নিরপরাধ মেয়েটির উপর পাশবিক অত্যাচার এবং নৃশংস হত্যাকান্ডের ধিক্কার জানাচ্ছেন। রাস্তায় রাস্তায় লাগাতার মিছিল করছেন। রাতের রাস্তা দখল করে মোমবাতি জ্বেলে ধিক্কার আওয়াজ তুলে প্রতিবাদ করছেন। রাতের অন্ধকার সরিয়ে দিনের আলো আনার অঙ্গীকার করছেন। প্রেমবাজার এলাকা জুড়ে পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। 'জাতীয় শিক্ষক'
তথা দেশের প্রথম উপ রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি হাতে নিয়ে মিছিলের পুরোভাগে ছিলেন এক ছাত্রী। তার ঠিক পিছনেই থাকা ছাত্রীদের হাতে ছিল "দ্রোহকাল দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক” ব্যানার। এছাড়াও, নানা প্রতিবাদী পোস্টার, ফেস্টুন হাতে বিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলায়।