খড়্গপুর হিন্দি মিডিয়াম হিতকারিনী বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন!

অরিন্দম চক্রবর্তী : হিতকারিনী বিদ্যালয়ে স্থাপিত হয়েছিল ১৯২৫ সালে । এবছর ২০২৫সালের উনিশে নভেম্বর বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান মহা ধুমধাম এর মাধ্যমে করা হয়। এদিন সকালে এনসিসি, রনপা ও ব্যান্ড সহযোগে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয় খরিদা রাস্তায়। এরপর বিশেষ অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২ টায়। এদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল হিন্দি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার প্রফেসর ডঃ দামোদর মিশ্র।

দীর্ঘ বক্তব্যে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন-'এই মুহূর্তে কর্ম অর্থাৎ এখন পঠন পাঠনের সমর্পিত করলে তোমরা পরবর্তীতে ভালো কাজ ও পাবে। নিয়মিত অভ্যাস থাকলে কঠিন বিষয়গুলিও সুন্দরভাবে আয়ত্ত হয়ে যাবে'মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুরের অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শক উত্তম মাঝি, খড়্গপুর সার্কেলের স্কুল পরিদর্শক রজত পাল। এছাড়া ছিলেন বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, কাউন্সিলর নমিতা চৌধুরী, বি হরিশ কুমার, রাজু গুপ্তা, অভিষেক আগরওয়াল সাথে ছিলেন সকল দেও শর্মা, অমরনাথ চট্টোপাধ্যায়, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক পদ্মাকর পান্ডে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উমেশচন্দ্র সিং। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুখময় প্রধান। এই অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীরা নাচ গান সমেত বিভিন্ন বিষয়ে পারদর্শিতা দেখান।