খড়্গপুর শহরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের আয়োজনে রক্তদান শিবির কর্মসূচী!

অরিন্দম চক্রবর্তী : রবিবার ৭ ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চতুর্থ বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হল খড়্গপুর শহরের খরিদা ওয়ার্ড মেমোরিয়াল চার্চ স্কুলে। এই শিবিরে ২৯ জন স্বেচ্ছায় রক্ত দান করেন বলে সংস্থার পক্ষ থেকে জানালেন অমিত মিশ্র। ১৩ ইউনিট রক্ত সংগ্রহ করেন রেলওয়ে মেইন হাসপাতালের ডা: পূর্ণিমার নেতৃত্বে সাতজনের চিকিৎসক টিম এবং ১৬ইউনিট রক্ত সংগ্রহ করেন খড়্গপুর সাব ডিভিশন হাসপাতালের ডা: অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে সাতজনের চিকিৎসক টিম।

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সর্বস্তরের সমাজ সেবামূলক কাজে জড়িত মানুষেরা শিবিরে উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন দেবাশীষ চৌধুরী, প্রদীপ সরকার, আইয়ুব আলী, হেমা চৌবে, প্রাক্তন হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু মুখার্জী, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, অনিল দাস, অলক আরিক, সমীর গুহ, রুপেশ বোস, কল্পনা জোসেফ , জয়া দাস সিংহ, কাউন্সিলর ডি বাসন্তী , বি প্রভাবতি , মৈত্রেয়ী সংগঠনের সদস্যারা সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন-রক্ত দাতারা একজন মৃত্যু পথযাত্রীকে রক্তদান করে জীবন দান করেন। তাই রক্তদাতাদের মন থেকে প্রত্যেককে অভিনন্দন জানাই। শিবিরে উপস্থিত প্রত্যেক অতিথি ও রক্তদাতাদের একটি করে গাছ দিয়ে বরণ করে নেয়া হয় বলে সংস্থার পক্ষ থেকে রাহুল শর্মা জানান।