খড়্গপুর শহরের ইন্দা প্রাথমিক বিদ্যালয়ের দারোদঘাঠন!

অরিন্দম চক্রবর্তী : পশ্চিম মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ডি এম এফ তহবিলের অর্থান করলে খড়গপুর শহরের ইন্দা প্রাথমিক বিদ্যালয়ের পুনঃনির্মাণ হয়। ৮ই আগস্ট শুক্রবার বেলা ১১ঃ৩০ মিনিটে নবনির্মিত বিদ্যালয় ভবনটির উদ্বোধন অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-ফুলের মত শিশুদের নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ গঠন হোক। তবে পাশে থাকতে হবে প্রত্যেকটি অভিভাবকদের। তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রবি ঠাকুরের 'আজি এ প্রভাতে রবির কর 'কবিতাটি আবৃত্তি করে শোনান। তিনি আর ও বলেন কবি না থাকলেও তার সৃষ্টি প্রতিটি জায়গায় বার্তা পৌঁছে দিচ্ছে।

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি অনিমেষ দে বলেন আজ রবি ঠাকুরের প্রয়াণ দিবস ,একটি দুঃখের দিন। তার সমস্ত সৃষ্টি ভারতবর্ষকে গর্বিত করে গেছে। তিনি বলেন বাচ্চাদের প্রতিভা বিকাশের জন্য সৌভ্রাতৃত্বের পাঠ নিতে হবে তবেই বাংলার ঐতিহ্য রক্ষা হবে। তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের বলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের দিনের অনুষ্ঠান নিয়ে যেন লিখে। সফলদের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান। এদিনের অনুষ্ঠান শুরু হয় দু্তি মান্নার-আলো আমার আলো.....গান দিয়ে। উদ্বোধনী নৃত্যে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল' গানের উপর পরিবেশন করেন শ্রীতমা চ্যাটার্জী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবনাথ পান্ডা খড়গপুর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক। ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অপর্ণা ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবতোষ মান্না। এছাড়া বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সঞ্চালনায় ছিলেন মোহন দে। বিদ্যালয়টির গৃহনির্মাণে কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।