খড়্গপুর শহরের জগন্নাথ মন্দিরে রাস পূর্ণিমা মহোৎসব!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট শ্রী জগন্নাথ মন্দিরে সাড়ম্বরে পালিত হল রাস পূর্ণিমার বিশেষ পুজো অনুষ্ঠান।১লা নভেম্বর থেকে কার্তিক পূর্ণিমার এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়।

৩ তারিখ পর্যন্ত চলে বিভিন্ন শিল্পীর দ্বারা জগন্নাথ কথামৃত প্রবচন পাঠ। ৪ঠা নভেম্বর সন্ধি পাঁচটায় হয় কলস যাত্রা অনুষ্ঠান। ৫ই নভেম্বর রাস পূর্ণিমার দিন সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন।

ঐদিন দুপুরে প্রায় বারো হাজার মানুষ প্রভু জগন্নাথ দেবের অন্নপ্রসাদ গ্রহণ করেন। এদিনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি ভক্তবৃন্দদের মহা প্রসাদ বিতরণের শুভ সূচনা করেন।

সঙ্গে ছিলেন খড়্গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, খড়্গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী, কাউন্সিলর পূজা নাইডু, দি হরিশ কুমার, মন্দির কমিটির সম্পাদক রাজকুমার দাস ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্ধ্যে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চলে সমাপ্তি অনুষ্ঠান হরি হাট, এতে বহু মানুষের সমাগম হয়েছিল।