খড়্গপুর শহরের খরিদায় কল্পতরু উৎসব!

অরিন্দম চক্রবর্তী: খড়গপুর খরিদায় সারদা সমিতির আয়োজনে ২৫ তম বর্ষের কল্পতরু উৎসব দুদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে খরিদা দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে। ১লা জানুয়ারি ২০২৬ তাং ভোর থেকেই শুরু হয় মঙ্গলারতি, বিশেষ পুজোপাট, হোম এবং অঞ্জলি। এরপর সকাল ১০.৩০মিনিটে ধর্মীয় আলোচনা করেন জয়রামবাটী থেকে আগত শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দজি মহারাজ। এরপর প্রসাদ গ্রহণ করেন কয়েক শত ভক্তবৃন্দ।

বিকেল ৩.১৫মিনিটে কল্পতরু দিবস স্মরণে বিশেষ ধ্যান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টায় সারদা সমিতির সদস্যারা ও মানুষ রঞ্জন রায় ভক্তিগীতি গেয়ে শোনান উপস্থিত ভক্তবৃন্দদের। ২রা জানুয়ারি ২০২৬ তাং সকাল সাড়ে ছটায় ভক্তিমূলক গানের অনুষ্ঠান করেন শ্রীপদ্ম পলাশ।

প্রসঙ্গত এই কল্পতরু র দিনে বিশেষ ভাব সমাধিস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণদেবের বিখ্যাত বাণী"তোমাদের চৈতন্য হোক" সমগ্র মানবজাতিকে বিশেষভাবে আলোড়িত করেছিল। তার ই সহধর্মিনী শ্রী মা সারদা দেবী অত্যন্ত সহজ সরল ভাবে ঠাকুরের অবর্তমানে ধর্মীয় শিক্ষা দিয়েছিলেন ভক্তবৃন্দদের। অনেক শিক্ষার মধ্যে বিখ্যাত উক্তি ছিল"যদি শান্তি চাও, কারোর দোষ দেখনা। দোষ দেখবে নিজের।"